• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

জয়পুরহাটে জাল টাকার চেকসহ ৬ প্রতারক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ১৬:৪৮
জয়পুরহাটে জাল চেকসহ ৬ প্রতারক গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পৌর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার চেকসহ ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে ওই এলাকার বৈশাখী হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি জাল নোট, এক বোতল রাসায়নিক পদার্থ, ১৩ লাখ টাকার জাল চেক ও নিশান কার জব্ধ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার বংশাল এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে এস এস আলম (৫০), ঢাকা নাখালপাড়া এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে টিটু মিয়া (৪৮), গোপালগঞ্জ জেলার মকছেদপুর এলাকার মৃত আকমল ভূঁইয়ার ছেলে মিন্টু ভূঁইয়া (৩৮), পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মাহফুজ হাওলাদার (৩৫), নোয়াখালী জেলার সুধারাম এলাকার মৃত গোলাপ রহমানের ছেলে ফজলুল হক (৪৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকার এনামুল হক জেল্টুর ছেলে শাহিন উদ্দিন মিলন (৩০)।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এবং পেশায় তারা গার্মেন্টস কর্মী। তারা যেসব জাল কয়েন বিক্রি করে যেগুলো খুব দামি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় প্রতারণার একটি মামলা দায়ের করা হয়েছে।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার 
চাঁদপুরের মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ৪
রংপুরে চাঁদাবাজ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
জাবি ছাত্রীকে হেনস্তাকারী মৌমিতা বাসের সেই সহকারী গ্রেপ্তার
X
Fresh