• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হাসপাতালে

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২১, ১০:০৮
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হাসপাতালে
আটককৃত ব্যক্তি

ঠাকুরগাঁওয়ে রহিমানপুর ইউনিয়নের মৌহুভাসি গ্রামে ২০টি দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে রহিমানপুর ইউনিয়নের মৌহুভাসি গ্রামের উকিলের মোড়ে এ ঘটনা ঘটে।

আটক সবুর (২৮) ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার (২২ ডিসেম্বর) রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে উকিলের মোড় দিয়ে যাচ্ছিলেন সবুর। তার সঙ্গে একটি বস্তা ছিল। সেটির মধ্যে কয়েকটি ‘দা’ ছিল। স্থানীয়রা এসব দেখে সবুরকে আটক করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয়।

এদিকে অভিযোগ অস্বীকার করে হাসপাতালে সবুর বলেন, হোটেল থেকে ভাত খেয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। পথে আল আমিন নামের স্থানীয় একজনের সঙ্গে দেখা হয়। তার সঙ্গে আমার পূর্ব বিরোধ ছিল। অস্ত্রের নাটক সাজিয়ে স্থানীয়দের সহায়তায় আমাকে মারধর করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম এ বিষয়ে বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসীর কাছ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

জিএম /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটে দাঁড়িয়ে বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতার জয়
র‍্যাগ ডে শেষে কলেজছাত্রীরা হাসপাতালে 
অস্ত্র মামলায় যুবলীগ নেতার ১০ বছর কারাদণ্ড 
কারামুক্ত বিএনপি নেতা খোকন
X
Fresh