• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মোরা'র আঘাতে বিধ্বস্ত সেন্টমার্টিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৭, ০৯:৩৯

মঙ্গলবার ভোরে টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোরা। এতে সেন্টমার্টিনে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো সেখানে প্রচণ্ড বেগে বাতাস বইছে এবং সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড়ের আঘাতে ভোর চারটার পর থেকে সেন্টমার্টিন লণ্ডভণ্ড হতে শুরু করে। ছয়টা নাগাদ প্রায় দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বেশির ভাগ ঘরের চালা উড়ে গেছে। এছাড়া বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, ভোর চারটার দিকে ঘূর্ণিঝড় মোরা টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করে। এসব এলাকায় এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার।

সি/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি মাসের যে সময় ঘূর্ণিঝড়ের আশঙ্কা
কোথায় কেমন গরম পড়বে, জানাল আবহাওয়া অফিস
এপ্রিলে কয়টি কালবৈশাখী ও ঘূর্ণিঝড় হতে পারে, জানাল অধিদপ্তর
তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে, হতে পারে ঘূর্ণিঝড়
X
Fresh