• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ডিসেম্বর ২০২১, ১২:২৫
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ছবি: আরটিভি নিউজ

প্রচণ্ড শীতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, গত কয়েক দিন চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকায় ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠা-নামা করেছে। সোমবার (২০ ডিসেম্বর) তা কমে ৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। সঙ্গে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরও কমতে পারে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকালে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। এদিকে সূর্যের দেখা মেলেনি সকাল ৯টার পরও। শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। ঠাণ্ডাজনিত নানান রোগ বাড়ছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আজ (২০ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে স্বাধীনতাবিরোধীদের পদচিহ্নও থাকবে না: রাষ্ট্রপতি
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, জানতে চান কাদের
সৌদি পৌঁছেছেন ২৭ হাজারের বেশি হজযাত্রী
মালয়েশিয়ায় কেমন আছেন বাংলাদেশি শ্রমিকরা
X
Fresh