• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

সুনামগঞ্জে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩৫
সুনামগঞ্জে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ডা. মুরাদ হাসান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম মামলার আবেদনটি খারিজের রায় দেন।

এর আগে একই দিন দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলার আবেদনটি করেন। মামলার আবেদনে মুরাদ হাসান ছাড়াও ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদের নামও ছিল।

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সালেহ আহমদ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে আমরা আদালতে মামলার আবেদন করেছিলাম। কিন্তু সে মামলার আবেদনটি আদালত খারিজ করে দিয়েছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষিজমি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা মানা হবে না: হাইকোর্ট
ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা, সব অপকর্ম বিবেচনায় নিচ্ছে ডিবি
যেসব অভিযোগে মামলা হচ্ছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে
X
Fresh