• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাওয়াদের প্রভাবে সারাদেশে ফসলের ক্ষতি

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৩:১৪
জাওয়াদের প্রভাবে সারাদেশে ফসলের ক্ষতি
জাওয়াদের প্রভাবে সারাদেশে ফসলের ক্ষতি

টানা দুই দিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ফসলের ক্ষতি হয়েছে। সারাদেশ থেকে পাঠানে প্রতিনিধিদের প্রতিবেদন-

মাদারীপুর:

টানা দুই দিনের বৃষ্টিতে মাদারীপুরে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের বীজতলার। অধিকাংশ বীজতলা তলিয়ে গেছে পানিতে।

কৃষি বিভাগ আরটিভি নিউজকে জানিয়েছেন, বৃষ্টিতে সদর উপজেলার খোয়াজপুর, খাগদী, ঘটমাঝি, কেন্দুয়াসহ রাজৈর, কালকিনি ও শিবচর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার হেক্টর জমির বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোথাও পুরো বীজতলা পানির নিচে, আবার কোথাও গলাপানিতে ভাসছে কৃষকের স্বপ্ন। ঋণ নিয়ে এসব বীজতলা তৈরি করলেও নষ্ট হয়ে যাওয়ায় তাদের মাঝে শুধুই হতাশা। এতে লোকসানের মুখে কয়েক হাজার কৃষক। সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এদিকে কৃষি বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দিতে চলছে তালিকা তৈরির কাজ।

রাজবাড়ী:

রাজবাড়ীর কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকার শীতকালীন সবজির পাশাপাশি পেয়াঁজ ও গমের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ বলছেন কৃষিতে ক্ষতির সম্ভাবনা এখই বলা সম্ভব নয়। অন্দিযকে টানা বর্ষণে ও নদী থাকায় দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে।

এমনিতেই ঘাটে ফেরি সংকট থাকায় যানজট দৌলতদিয়ায় এখন নিত্যদিনের ঘটনা। দুই দিনের টানা বৃষ্টিতে দৌলতদিয়া ঘাটের চালু চারটি ঘাটের ফেরি-সংলগ্ন রাস্তা কাঁদায় পিচ্ছিল হয়ে পড়ায় ফেরিতে গাড়ি লোড-আনলোডে সময় লাগছে বেশি। ফলে ফেরিঘাটে গত দুইদিন ধরে চার থেকে পাঁচশো গাড়ি আটকে থাকছে।

এতে যাত্রী ও যানচালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলার এ বছর প্রায় ৬ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে।

এর মধ্যে প্রায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চলমান রয়েছে। যেখানে ক্ষতির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জেলায় ৪ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ চলমান রয়েছে। বৃষ্টি আরও দু-তিনদিন অব্যাহত থাকলে মুড়িকাটা পেঁয়াজের ব্যাপক ক্ষতি হবে।

এ ছাড়া বৃষ্টিতে সদ্য গজানো পেঁয়াজের হালি মাটিতে মিশে গেছে। তাছাড়া দেশের পেঁয়াজের উৎপাদনে শীর্ষ জেলাগুলোর মধ্যে রাজবাড়িতে তৃতীয় অবস্থানে থেকে পেঁয়াজের আবাদ হয়। এ বছর ৩২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

রাজবাড়ি জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক এস এম শহীদ নূর আকবর আরটিভি নিউজকে বলেন, বৃষ্টির মধ্যে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ করেছেন। বৃষ্টির শেষে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে কিছুটা যে ক্ষতি হয়েছে সেকথা বলাই যায়। বিশেষ করে পেঁয়াজসহ শীতকালীন সবজিতে ক্ষতির পরিমাণ বেশি হবে।

নড়াইল:

নড়াইলে টানা বৃষ্টিতে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। এর মধ্যে পাকা আমন ধান, রবি ফসল গম, সরিষা, মুসুড়ি, বোরো ধানের বীজতলা, মরিচ, লাল শাক, বেগুন, শীতকালীন ফসল মুলা, বাঁধাকপি ও ফুলকপি ও ওলকপির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে টানা এ বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রবি ফসলের।

তবে বৃষ্টি চলমান থাকায় ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। কৃষি সম্প্রসরণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই দিনের টানা বৃষ্টিতে ১ হাজার ৪৫ হেক্টর জমির শতিকালীন ফসল, ১৬২ হেক্টর জমির বোরো বীজতলা, ৫০ হেক্টর জমির মরিচ, ৭ হাজার ৭৩০ হেক্টর জমির শরিষা, ৭ হাজার ৫৪৫ হেক্টর জমির মুসুর ডাল এবং ২ হাজার ১০০ হেক্টর জমির গম আক্রান্ত হয়েছে।

যশোর:

ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ৪৮ ঘণ্টার টানা বর্ষণে সবজির ভাণ্ডারখ্যাত যশোরের সবজিসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দিনের ভারী বর্ষণে জমিতে পানি জমে নষ্ট হয়ে গেছে শীতকালীন সবজি, ডাল, সরিষা, গম, বীজতলাসহ রবি মৌসুমের নানান ফসল। এতে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
যশোর আবহাওয়া অফিসের তথ্যমতে, গত রোববার দুপুর ১২টা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে ১৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।

এমআই /টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
রাজবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
X
Fresh