• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২১, ০৮:৪০
উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশে রেলযোগাযোগ বন্ধ
ফাইল ছবি

নাটোরের তেবাড়িয়ায় রেলগেট এলাকায় ট্রেন-ট্রাকের সংঘর্ষে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরে রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (০৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার (৫ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি তেবাড়িয়া রেলক্রসিংয়ে অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তেবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন।

নাটোরে রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী বলেন, রেললাইন পারাপার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
ফের একসঙ্গে মঞ্চে মাতাবেন তাহসান-জন-টনি
এক রুমে ৫ জনের সঙ্গে ছিলেন নেহা!
X
Fresh