• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২১, ১১:৩১
নৌকার প্রার্থী নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর
ফাইল ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনজুর রশিদ স্বপন নির্বাচিত হয়ে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে।

প্রেসক্লাব যশোরের অডিটরিয়ামে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন গত শনিবার (৪ ডিসেম্বর) এ সংবাদ সম্মেলন করেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনার সঙ্গে চেয়ারম্যান মনজুর রশীদ স্বপনসহ তার সহযোগীরা জড়িত বলে জানানো হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা
তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যশোরে রেকর্ড তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি
X
Fresh