• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

'আমি প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেব'

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২১, ২৩:২২
'আমি প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেব'
সেলিনা হায়াৎ আইভী

আবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি বলেন, ২০১৬ সালে আমাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছিল। সে সময়ে সবাইকে নিয়ে আমি জয়ী হয়েছি। এবারও আপনারা আমার সাথে থাকবেন। আমি ইনশাআল্লাহ ২০২২ সালের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেবো।

সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী গণমাধ্যমকর্মীদের বলেন, নারায়ণগঞ্জের জনতাই আমার শক্তির উৎস। সাধারণ মানুষ ও দল সবসময় তার পাশে ছিল। তারা পাশে ছিলেন বলেই কোনো পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করেননি। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ জনগণের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেই তাকে নৌকার মনোনয়ন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ডা. সেলিনা হায়াৎ আইভী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে আইভীকে মনোনয়ন দেওয়ায় দলের সভাপতির প্রতি কৃতজ্ঞা জানাতে শহরে আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, কার্যকরী সদস্য মো. শহীদুল্লাহ, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির এলিনসহ অনেকে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৫ মে তিন পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়। ওই বছর ৩০ অক্টোবর শামীম ওসমান কে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র হন সেলিনা হায়াৎ আইভী। ২০১৬ সালে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথা শুরু হলে আইভীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। সেবার তিনি বিএনপির প্রার্থী আইনজীবী সাখাওয়াত হোসেন খানকে হারিয়ে মেয়র হন।

আগামী ১৬ জানুয়ারি এ সিটির তৃতীয় নির্বাচন হবে। এবারও দল মেয়র পদে আইভীকে মনোনয়ন দিয়েছে।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহ-১ উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী
আওয়ামী লীগ কখনও ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের
নির্বাচনী প্রচারণায় সোহমকে হরলিক্স উপহার দিলেন নারী!
বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যা বললেন হিট অফিসার
X
Fresh