• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২১, ২০:১১
টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার
ফাইল ছবি

টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে নিহত রেজাউলের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মামলাটি রেকর্ড হয়।

মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- শহরের এনায়েতপুর এলাকার হারুন অর রশীদের ছেলে সাজ্জাদান দিন দ্বীপ (২৬), আকুরটাকুর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. রবিন মিয়া (২৭), কোদালিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে পাভেল (২৮)।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার নয়ন ও শাকিল নামে দুই যুবককে পুলিশ আটক করেছে। তাদের বাড়ি বাসাইল উপজেলায়। শনিবার এই মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (২১ নভেম্বর) শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউলকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। আহত রেজাউলকে ওইদিনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ টাঙ্গাইল আনা হয়। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে নতুন বাস টার্মিনালে জানাজা শেষে তাকে কান্দিলা কবরস্থানে দাফন করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে ৩৫ লাখ টাকা চাঁদা, গ্রেপ্তার ৭
রাজধানীতে গ্রেপ্তার ২৬
X
Fresh