• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২১, ২২:৫৯
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদে’র নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

দলটির নেতারা জানান, আজ শুক্রবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ নগরের কাছারিঘাট এলাকায় মিছিল শেষে এ হামলার ঘটনা ঘটে।

গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে আজ বিকেলে ময়মনসিংহে একটি আনন্দ মিছিল বের করা হয়। বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে স্টেশন চত্বর থেকে মিছিলটি বের হয়ে ময়মনসিংহ নগরের কাছারিঘাট এলাকা পর্যন্ত যায়। পরে কাছারিঘাটসংলগ্ন ব্রহ্মপুত্র নদের চরে নেমে নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে সবার জন্য প্যাকেটজাত খাবার সরবরাহের কাজ চলছিল। এ সময় ১০–১২ জন দুর্বৃত্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনসহ অন্তত আটজন আহত হন। এদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঝুনু রঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, হামলার সময় পুলিশ আমাদের রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু হামলাকারীদের থামানোর চেষ্টা করেনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেন নেতাকর্মীরা। পরে কী হয়েছে সেটি জানা নেই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না: যুক্তরাষ্ট্র
ভেস্তে গেল যুদ্ধবিরতির আলোচনা, রাফায় ইসরায়েলের ব্যাপক হামলা 
রাফায় দফায় দফায় ইসরায়েলের হামলা, নিহত ৫৫
ভোটকেন্দ্রে পুলিশকে মারধর, ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা
X
Fresh