Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২০ মে ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯

কাউন্সিলর হত্যার বিচার দাবিতে রাস্তায় মেয়র-কাউন্সিলররা

কাউন্সিলর হত্যার বিচার দাবিতে রাস্তায় মেয়র-কাউন্সিলররা
কাউন্সিলর হত্যার বিচার দাবিতে রাস্তায় মেয়র-কাউন্সিলররা

কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নগর কুমিল্লার মেয়র মো. মনিরুল হক সাক্কুর নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মেয়র সাক্কু সংবাদমাধ্যমকে বলেন, কুমিল্লার ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা সিটি করপোরেশনের সব কাউন্সিলরসহ নগরবাসী এক হয়েছি। আমরা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে মেয়র সাক্কু আরও বলেন, যদি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে খুন করা হয়। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হয়।

এমআই/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS