• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ছিনতাই করতে গিয়ে ধরা 'বেদের মেয়ে জ্যোৎস্না'

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২১, ২১:৪৩
ছিনতাই করতে গিয়ে ধরা 'বেদের মেয়ে জ্যোৎস্না'

ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনতাই করার সময় নিপা খাতুন (২২) ও রুবিনা খাতুন (২৪) নামের দুই বেদেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে 'বেদের মেয়ে জ্যোৎস্না' বলে পরিচয় দিত।

বুধবার(২৪ নভেম্বর)রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, ছিনতাইয়ের সময় বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা খুবই ধূর্ত। তারা মূলত সাপুড়ে। তারা বিভিন্ন সড়কে সড়কে ঘুরে বেড়ায়। এরপর কোথাও ভিড় দেখলে সেখানে মিশে যায় এবং সুযোগ বুঝে ব্যাগ, টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে ভিড় দেখে সেখানে যায় তারা। এ সময় আছমা বেগম ও জমেলা বেগম নামে দু'জনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ে। গ্রেপ্তারকৃত দু'জনের বিরুদ্ধে এর আগে শেরপুর জেলায় একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে ৩৫ লাখ টাকা চাঁদা, গ্রেপ্তার ৭
রাজধানীতে গ্রেপ্তার ২৬
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
X
Fresh