• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

হাওরে ব্রিটিশ সরকারের ৫৪ মিলিয়ন পাউন্ডের প্রকল্প

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৮:৫২
হাওরে ব্রিটিশ সরকারের ৫৪ মিলিয়ন পাউন্ডের প্রকল্প
ছবি: আরটিভি নিউজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানিগাঁও গ্রামে ইউনিসেফের লেট আস লার্ন প্রকল্পের আনন্দধারা প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্ট।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও এমপি হেলেন গ্রান্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের হাওর, চরাঞ্চল ও পাহাড়ি এলাকার মেয়ে শিশুদের শিক্ষার জন্য ৫৪ মিলিয়ন পাউন্ডের একটি বৃহৎ প্রকল্প গ্রহন করেছে ব্রিটিশ সরকার।

তিনি আরও বলেন, ব্রিটিশ সরকার প্রকল্পটি টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে প্রকল্পটি অবদান রাখবে বলে তারা আশা করেন।

প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন হাইকমিশনের সিপিও সেলিম রেজা, টিম লিডার ফাহমিদা শবনম, ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া প্রমুখ। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ব্রিটিশ এমপি হেলেন গ্রান্ট বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: মির্জা আব্বাস
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী
সরকার পতনে সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে: মঈন
‌‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম ও সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
X
Fresh