• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ৫ নেতাকে বহিষ্কার

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৮:৩৮
বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ৫ নেতাকে বহিষ্কার
ফাইল ছবি

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সুনামগঞ্জের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এন এনামুল কবির ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও সদর উপজেলার আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আমীর হোসেন রেজা, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সারোয়ার আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত সুজন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এন এনামুল কবির আরটিভি নিউজকে বলেন, প্রথম পর্যায়ে ৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাকি বিদ্রোহী প্রার্থীদের চিহ্নিত করে বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh