• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

চাঁদা না দেওয়ায় বালু শ্রমিকদের ওপর হামলা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ২২:০৭
চাঁদা না দেওয়ায় বালু শ্রমিকদের ওপর হামলা
রাজবাড়ীর পদ্মা নদীতে বালু কাটতে গিয়ে শ্রমিকদের ওপর হামলা

রাজবাড়ীর পদ্মায় বালুকাটার শ্রমিকেরা পাবনার নাজিরগঞ্জ এলাকার পদ্মানদীতে ড্রেজার দিয়ে বালুকাটার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এতে এক শ্রমিক গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের কেউ গুরুতর নয় বলে জানা গেছে।

আহতরা হলেন- গুলিবিদ্ধ আবু তালেব (৩৫), মমিন (৪২), আলী আকবর (৩০), হানিফ (৩৫), মোশাররফ (৩৫) ও কামাল (৩৫)।

জানা গেছে, ধাওয়াপাড়া থেকে শ্রমিকরা নাজিরগঞ্জ এলাকায় পদ্মায় বালু কাটতে গেলে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এতে একজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হন। দুর্বৃত্তরা একটি ড্রেজার মেশিন নিয়ে যায়।

শ্রমিকরা জানিয়েছেন, চাঁদা না দেওয়া বা কম হওয়াতে এ হামলা হয়েছে। এখানে কর্মরত শ্রমিকরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাজ করতে এসেছেন।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। গুলিবিদ্ধ ব্যক্তিও সুস্থ আছেন। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছে সদর থানা পুলিশ।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
X
Fresh