• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন অবরুদ্ধ

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ২০:১৭
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন অবরুদ্ধ
নরসিংদী জেলা বিএনপি কার্যালয়

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে শতাধিক দলীয় নেতাকর্মীসহ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন অবরুদ্ধ রয়েছেন। চারদিক থেকে কার্যালয়টি ঘিরে রেখেছে অতিরিক্ত পুলিশ। বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটকের খবর পাওয়া গেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। সোমবার (২২ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি তাদের চিনিশপুর দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন আরটিভি নিউজকে জানিয়েছেন, কোনো কারণ ছড়াই পুলিশ আমাদের অবরুদ্ধ করে রেখেছে। সেই সাথে তারা ১৫ থেকে ২০ জন নেতা-কর্মীকেও আটক করেছে। পুলিশি গ্রেপ্তারের ভয়ে তারা কার্যালয় থেকে বের হতে পারছেন না।

তবে আটক ও অবরুদ্ধের বিষয়টি নাকচ করে দিয়ে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান আরটিভি নিউজকে বলেন, এলাকার সার্বিক নিরাপত্তার জন্যেই পুলিশ দায়িত্ব পালন করছে। কাউকে গ্রেপ্তার বা অবরুদ্ধ করেও রাখা হয়নি। বিএনপি নেতা-কর্মীরা তাদের ইচ্ছেমতো দলীয় কার্যালয় থেকে বের হতে পারবেন।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
নরসিংদীতে ইসতিসকার নামাজ আদায়
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
X
Fresh