• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নির্বাচনী মিছিলে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ২২:৪০
নির্বাচনী মিছিলে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লামছরি গ্রামে মেম্বার প্রার্থীর মিছিলে এসে স্ট্রোক করে মো. লিটন (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ওই গ্রামের বৈরাগীর পুল নামক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি কেরোয়া ইউপির লামছড়ি গ্রামের মৃত হোসেন মিয়ার বড় ছেলে লিটন। তিনি পেশায় অটোচালক ছিলেন।

জানা গেছে, মেম্বার প্রার্থী আরিফ হোসেনের সমর্থনে মিছিলে এসে লিটন স্ট্রোক করেন। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেম্বার প্রার্থী আরিফুর রহমান আরিফ এই তথ্য নিশ্চিত করে বলেন, ওয়াজউদ্দিনের পুল থেকে উত্তর-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশে অংশগ্রহণের জন্য তার সমর্থনে মিছিল বের করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ কর্মী মো. লিটন। হঠাৎ তিনি স্ট্রোক করলে তাৎক্ষণিক তাকে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর রায়পুরের ১০ ইউপির মধ্যে ৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাশরাফীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
নির্বাচনী পথসভা থেকে ৩ ডেগ বিরিয়ানি জব্দ
জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা
নির্বাচনী সমাবেশে খিচুড়ির আয়োজন, আ.লীগ নেতাকে জরিমানা
X
Fresh