• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

টঙ্গী সেতু খুলে দেওয়া হবে গভীর রাতে 

টঙ্গী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২১, ১৭:৪৬
টঙ্গী সেতু খুলে দেওয়া হবে গভীর রাতে 
টঙ্গী সেতু

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপরে নির্মিত সেতু’র ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। শনিবার (২০ নভেম্বর) দিনগত রাত ১২টার পর সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

বিআরটি প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন সেতুর নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মেরামত করে এ সেতু দিয়ে যান চলাচল করবে। পাশাপাশি নতুন সেতুর নির্মাণ কাজ চলবে। নতুন সেতু মেরামত হয়ে গেলে তার ওপর দিয়ে গাড়ি চলবে। তখন আবার পুরোনো সেতুর কাজ ধরা হবে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর টঙ্গী সেতুতে ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত হয়। পরে গত ১০ নভেম্বর রাতে সেতুটি দিয়ে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ঢাকামুখী যানবাহনগুলো কামারপাড়া রোডের মোড় ঘুরে ঢাকাতে প্রবেশ করতে শুরু করে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুধা রানী হবেন হাদিসের প্রভাষক! দায় কার?
সুদহার ১৪ শতাংশের বেশি হবে না, আশ্বাস গভর্নরের
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সোহেলের চেয়ারম্যান পদ অবৈধ, ফেরত দিতে হবে ৫ বছরের বেতন-ভাতা
X
Fresh