চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২২:৫৭
‘ওরা পৃথিবীতে একসঙ্গে এসেছিল, ছেড়েও গেল একসঙ্গে’

চাঁপাইনবাবগঞ্জ সদরে বালতির পানিতে ডুবে মারা গেছে ৩ বছর বয়সী যমজ বোন।
রোববার (৭ নভেম্বর) সকালে জেলা শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভাড়া বাসায় সব সময় পানি না থাকায় দুটি বালতিতে পানি ভরে রাখা হয়েছিল।
শিশুদের মা নাইমা খাতুন বলেন, মেয়ে দুটি বালতির পানিতে পরনের প্যান্ট রেখে নাড়াচাড়া করছিল। এ সময় ময়লা ফেলতে বাড়ির বাইরে গিয়েছিলেন তিনি। এসে দেখেন পানিভর্তি বালতির ভেতর দুই বোনের মাথা নিচে ও পা ওপরে। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওরা পৃথিবীতে একসঙ্গে এসেছিল। আবার ছেড়েও গেল একসঙ্গে। যা করত সবই একসঙ্গেই করতো।
সদর থানার (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, যেহেতু দুটি শিশু একসঙ্গে মারা গেছে। তাই বিষয়টি তদন্ত করে দেখা হবে। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।
জিএম/এসকে
মন্তব্য করুন