• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

ধর্মঘট কারা ডেকেছে আমার জানা নেই : শাজাহান খান

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২১, ০৯:৩৮
শাজাহান খান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান এমপি

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান এমপি জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাড়িঘোড়া বন্ধ রাখার ঘটনা পরিবহন ধর্মঘট নয়। কারা এ পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই। মালিক বা শ্রমিকদের কোনো সংগঠন এ ধর্মঘট ডাকেনি।
গতকাল শনিবার (৬ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ধর্মঘট ডাকতে হলে নোটিস দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। সুতরাং, এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রেখেছে। এটি আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়।
মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি দাওয়ার ব্যাপারে বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া মাসিক ভাতা ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।
এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও আজ (৭ নভেম্বর) তৃতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট। তবে চলাচল করছে ট্রাক ও কাভার্ডভ্যানসহ পণ্যবাহী পরিবহন।
এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গঠনে ছাত্রলীগকে পাশে থাকার আহ্বান গণপূর্তমন্ত্রীর
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫২ অভিবাসী আটক
চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh