• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১৬ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৭, ১২:৫৫

উত্তরাঞ্চলের ১৬ জেলায় আজ সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি চলছে। ২৩ মে সকাল ৬টা পর্যন্ত চলবে এ কর্মবিরতি।

পুলিশের হয়রানি বন্ধসহ সাত দফা দাবি আদায়ে শনিবার বিকেলে উত্তরবঙ্গ ট্রাক, ট্র্যাক, লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ এ কর্মবিরতির ঘোষণা দেন।

তিনি বলেন, রোববার সকাল থেকে তিনদিন উত্তরাঞ্চলে কোনো পণ্য পরিবহন হবে না। সরকার অবিলম্বে তাদের দাবিগুলো মেনে না নিলে লাগাতার কর্মসূচি দেয়া হয়েছে।

আবদুল মান্নান আকন্দ জানান, যানবাহনের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, অবিলম্বে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আবেদন প্রত্যাহার, ২০১৭ সালের মন্ত্রিসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে।

আর/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh