• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যালয়ে যাওয়া বন্ধ না করায় প্রেমিকাকে কোপালো প্রেমিক

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২১, ২১:০৪
বিদ্যালয়ে যাওয়া বন্ধ না করায় প্রেমিকাকে কোপালো প্রেমিক
ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যালয়ে যাওয়া বন্ধ না করায় প্রেমিকাকে চাপা‌তি দি‌য়ে কু‌পি‌য়েছে প্রেমিক হৃদয় (১৮)। বর্তমা‌নে ওই ছাত্রী টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত শনিবার (২৩ অক্টোবর) চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার ছয়আনি বকশিয়া গ্রামে। এ ঘটনায় ওই ছাত্রীর নানা বাদী হয়ে রোববার (২৪ অক্টোবর) বখাটে হৃদয়কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পু‌লিশ হৃদয়কে গ্রেপ্তার ক‌রে‌।

আহত স্কুল ছাত্রী জানায়, ২ বছর আগে হৃদয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাস দুয়েক আগে বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে স্থানীয়ভাবে দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়। সেখানে সিদ্ধান্ত হয় দু’বছর পর পারিবারিক ভাবে তাদের বিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে উভয় পক্ষ স্ট্যাম্পে স্বাক্ষর করে সমঝোতা করেন।

এদিকে প্রেমিক হৃদয় কিছু দিন যেতে না যেতেই প্রেমিকাকে পড়ালেখা বন্ধ করে দিতে বলে এবং তার অনুমতি ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়। কিন্তু প্রেমিকা তার কথা না শুনে পড়ালেখা চালিয়ে যাওয়াসহ স্বাধীনভাবেই চলাচল করতে থাকে। এতে হৃদয় ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কথা না শুনলে তাকে মেরে ফেলার হুমকিও দেয়। এরপর থেকেই ওই স্কুলছাত্রী হৃদয়ের সঙ্গে যোগা‌যোগ বন্ধ করে দেয়। এতে আরও ক্ষিপ্ত হয় হৃদয়। শনিবার সন্ধ্যায় হঠাৎ প্রেমিকার বাসায় গিয়ে হাজির হয় হৃদয়। কিছু বুঝে ওঠার আগেই প্রেমিকার ঘরে গিয়ে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরিবারের লোকজন এগিয়ে গেলে হৃদয় সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নির্যাতিতাকে প্রথমে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় ওই ছাত্রীর নানা বাদী হয়ে রোববার (২৪ অক্টোবর) হৃদয়কে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. আজাহারুল ইসলাম সরকার আরটিভি নিউজকে বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পরেই আসামিকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। আজ (সোমবার) সকালে আদালতের মাধ্যমে তা‌কে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
X
Fresh