Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২১, ১০:০৩
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১০:১৪

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদিন করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুজন ও নেত্রকোনার একজন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা রয়েছে।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের রেনু আরা (৫০, মুক্তাগাছা উপজেলার হিরা মিয়া (৬০) ও নেত্রকোনা পূর্বধলা উপজেলার সায়েদ আলী (৫০)।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮৮ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে তিনজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও সুস্থ হয়ে দুজন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৪ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৫ জন।

এমএন/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS