• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্প্রীতি রক্ষা দিবস পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২১, ১৯:০৫
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্প্রীতি রক্ষা দিবস পালন
ছবি: প্রতিনিধি

‘হিংসা-বিদ্ধেষ,অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান’ এই স্লোগানে মুন্সীগঞ্জে সম্প্রীতি রক্ষা দিবস পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৪ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জ-এর আয়োজনে বৃষ্টি উপেক্ষা করে এ দিবস পালিত হয়।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি খালেদা খানম, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন উজ্জল, সাবেক সভাপতি শহিদ-ই- হাসান তুহিন, বর্তমান সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হামিদা খাতুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, সাংস্কৃতিক সংগঠক মনিরুজ্জামান শরীফ, সংগীত একাডেমির সভাপতি অভিজিৎ দাস ববি, জোটের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি।বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুন্সীগঞ্জ জেলা সম্পাদক শেখ মো. শিমুল সংহতি প্রকাশ করেন। সভা সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সোহেল রানা রানু, কাউন্সিলর নার্গিস আক্তার, অগ্রগামী নাট্যগোষ্ঠির সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বল, কবি অনু ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের শারদীয় উৎসবের পূজামন্ডপে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া জেলা আওয়ামী লীগ দিবসটি পালনে শহরের পুরাতন কাচারী এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিনের নেতৃত্বে প্রতিবাদ সভার আয়োজন করে।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
মুন্সীগঞ্জে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলি, নিহত ১
নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় শোকাচ্ছন্ন পরিবেশে : রিজভী
ঈদের দিন যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
X
Fresh