• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উসকানিমূলক পোস্ট দেওয়ার দায় স্বীকার করলো পরিতোষ

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২১, ২১:৪৯
উসকানিমূলক পোস্ট দেওয়ার দায় স্বীকার করলো পরিতোষ
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননা করে উসকানিমূলক পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার যুবক পরিতোষ সরকার।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহীর কাছে দেওয়া জবানবন্দিতে তিনি এ দায় স্বীকার করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে পরিতোষ সরকারকে সোমবার (১৮ অক্টোবর) রাতে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশ।

মঙ্গলবার দুপুরে পরিতোষ সরকারকে আদালতে নিয়ে আসে পুলিশ। বিকেলে তাকে আদালতে তোলা হয়। আসামি পরিতোষ সরকার ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আদালতের পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, আসামি তার কর্মকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh