Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২১, ২৩:৫০
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৯:০৪

কুমিল্লার ঘটনায় অপপ্রচারকারী আটক

কুমিল্লার ঘটনায় অপপ্রচারকারী আটক

কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালানোর অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব। গোলাম মাওলা নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা থেকে আটক করা হয়।

র‌্যাব-১১-র কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব হোসাইন আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মাওলার বিরুদ্ধে অভিযোগ, কুমিল্লা পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন; যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে।

সাইবার মনিটরিংয়ের মাধ্যমে গোলাম মাওলাকে শনাক্ত করে আটক করেছে র‌্যাব।

মেজর সাকিব আরটিভি নিউজকে জানিয়ছেন, কুমিল্লায় অভিযুক্ত গোলাম মাওলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির উত্তরপাড়ের একটি পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার অভিযোগ তোলার পর বুধবার সকাল থেকে শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম ফজলে রাব্বি জানান, শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া, জেলা প্রশাসনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তায় এরই মধ্যে কুমিল্লা, নরসিংদী, মুন্সীগঞ্জসহ ২২ জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। প্রয়োজনে সারাদেশে বিজিবি মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS