• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘বিএনপি-জামাত জোটের ইন্ধনেই কুমিল্লার ঘটনা’

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

  ১৪ অক্টোবর ২০২১, ১৫:০৮
‘বিএনপি-জামাত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে’
মাহবুব উল আলম হানিফ

কুমিল্লায় মন্দিরে দুর্গোৎসব চলাকালে হিন্দু ধর্মের লোক পবিত্র ‘কোরআন শরিফ’ রেখেছিল, এ কথা পাগলেও বিশ্বাস করবে না। এটা রাখাই হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্যই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের পরিচিতি সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাতর সেই বিএনপি-জামাত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। এর মাধ্যমে তারা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল এজেন্সি মাঠে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টাকারীদের কঠোর ভাবে দমন করা হবে।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.স.ম. আখতারুজ্জামান মাসুমের সভাপতিত্বে পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খানসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি-জামাতের উদ্দেশ্য জনগণের ওপর অত্যাচার : শেখ পরশ
X
Fresh