Mir cement
logo
  • ঢাকা রোববার, ২৪ অক্টোবর ২০২১, ৯ কার্তিক ১৪২৮

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফাইল ছবি

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সাতক্ষীরা আড়মাসকান্দি গ্রামের নিতাই মণ্ডলের ছেলে দেবদাস (৩৫)। তিনি ব্রাক এনজিওর কর্মী ছিলেন। অন্যদিকে কোটচাঁদপুর উপজেলার তালসা গ্রামের জাফর মোল্লার ছেলে নিহত ফজলু মোল্লা। তিনি দিন মুজুর ছিলেন।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে দেবদাস মণ্ডল জীবননগর যাচ্ছিলেন। তিনি মহেশপুর উপজেলার জীবননগর সড়কের চড়কতলা নামক স্থানে আসলে পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এদিকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না-কালীগঞ্জ সড়কের গান্না বাজার নামক স্থানে বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত আলমসাধু খাদে উল্টে পড়ে যাত্রী ফজলু মোল্লা নিহত হন। এ সময় সঙ্গে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আহতদের সদর হাসপাতালে ভর্তি করেছে।

তিনি আরও জানান, পুলিশ মরদেহ ২টি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি থানায় মামলার প্রস্তুতি চলছে।

জিএম/এসেকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS