• ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
logo

মমেক হাসপাতালে ৪ জনের প্রাণহানি

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ১১:১৬
মমেক হাসপাতালে ৪ জনের প্রাণহানি
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় করোনায় কেউ মারা যায়নি।

সোমবার (১১ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৪ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জন মারা গেছেন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শামসুদ্দিন (৬৫), মুক্তাগাছা উপজেলার শাহ আলী (৬৫), নেত্রকোনা দুর্গাপুর উপজেলার আমেনা খাতুন (৭২) ও নাসরিন (৫০)।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে পাঁচজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২১৫টি নমুনা পরীক্ষায় তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৩৭ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২৬৭ জন।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের লিফটে রোগী মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে মানবাধিকার কমিশনের চিঠি
মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে ১২ প্রাণহানি, আহত অন্তত ৬০
প্রতিটি হাসপাতালে ‘লিফট নিরাপত্তা ব্যবস্থা’ পরীক্ষার নির্দেশ
মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছেলে-পুত্রবধূ
X
Fresh