Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ২২:১৮
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২২:২৪

৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর
ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ৬ দিনের জন্য বন্ধ থাকবে।

রোববার (১০ অক্টোবর) ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাপ্তাহিক ছুটিসহ সোমবার (১১ অক্টোবর) থেকে আগামী শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (১৭ অক্টোবর) থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ আগামী সোমবার (১১ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত ৬ দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (শুল্ক) মো. মমিনুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS