• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১৬:২৫
হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
ফাইল ছবি

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১০ অক্টোবর) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজি শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের ইসাহক মণ্ডলের ছেলে ইউনুস আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৪ মার্চ র‌্যাব-৬ এর কর্পোরাল শামসুল হকের নেতৃত্বে একটি দল গাংনী উপজেলার খাসমহল গ্রামে ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ইউনুসের ঘর তল্লাশি করে ৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) ধারার টেবিলের ১ (খ) ধারায় গাংনী থানায় একটি মামলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গাংনী থানার এসআই টিপু সুলতান প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দেন। মামলায় মোট ১৪ সাক্ষী আদলতে সাক্ষ্য দেন। এতে আসামি ইউনুস আলী দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

এই রায় ঘোষণার সময় মামলায় আসামিপক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন এবং রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজি শহীদ উপস্থিত ছিলেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
X
Fresh