• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

৫০ হাজার ইয়াবাসহ নারী ও রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২১, ১৯:০০
৫০ হাজার ইয়াবাসহ নারী ও রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে ৫০ হাজার পিস ইয়াবা, নারী ও রোহিঙ্গাসহ চার ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে বাহারছড়া ইউনিয়নের শীলখালী বিজিবির চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তারা হলেন, টেকনাফ গুদারবিল এলাকার মো. আলী আহমদের ছেলে মো. জিহাবুল (২০), কায়ূক খালী এলাকার মো. নুর ইসলামের স্ত্রী মনোয়ার বেগম(২৮), মনির আহমদের স্ত্রী মোছা. ঘাসিনা বেগম (৩৫) ও জাদিমোড়া ২৬ নম্বর শিবিরের মৃত সাকেরের ছেলে মো. রবিউল আলম (২০)।

২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, বিজিবির নিয়মিত তল্লাশিকালে কক্সবাজারগামী একটি গাড়ি থেকে ওই চারজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। এরই প্রেক্ষিতে অধিকতর তল্লাশি চালিয়ে পায়ের উপরিভাগে অভিনব পদ্ধতিতে লাগানো মোট চারজনের কাছে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়; যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা

অধিনায়ক জানান, জব্দকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়েছে।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব'
ঘুষ নিতে বাড়িতে কনস্টেবল, আটকে ৯৯৯-এ কল
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৪ সন্ত্রাসী আটক
রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন
X
Fresh