• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

প্রকাশ্যে অস্ত্রসহ মহড়ার সময় সন্ত্রাসী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২১, ২১:৪৫
প্রকাশ্যে অস্ত্রসহ মহড়ার সময় সন্ত্রাসী গ্রেপ্তার

সাভারে প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় রাকিব (২৬) নামের এক সস্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ( ৬ অক্টোবর) বিকেলে হেমায়েতপুর পূর্বহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রাকিব তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন নামের এক ব্যক্তির দেহরক্ষী হিসেবে পরিচিত। তার কাছে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম উদ্দিনের বাপারেও তথ্য পেয়েছে পুলিশ।

ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ খান জানান, হেমায়েতপুরের পূর্বহাটী চেয়ারম্যান বাড়ির সামনে রাকিব নাজিম উদ্দিনের ছেলে বুলবুলসহ কয়েকজন অস্ত্রসহ মহড়া দিচ্ছিলো।

খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে রাকিবকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ সময় নাজিম উদ্দিনের ছেলে বুলবুল দৌঁড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে থাকা বুলবুলকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে ৩৫ লাখ টাকা চাঁদা, গ্রেপ্তার ৭
রাজধানীতে গ্রেপ্তার ২৬
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
X
Fresh