• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

পরপর চারটি ইনজেকশন পুশে ইমামের মৃত্যু, অভিযোগ রোগীর স্বজনদের

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১
ভুল চিকিৎসায় প্রাণ গেলো ইমামের

মাদারীপুর সদর হাসপাতালে এক সাথে ৪টি ইনজেকশন পুশ করায় মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসার অভিযোগ এনে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন রোগীর স্বজন ও এলাকাবাসী। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসককে হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি।

স্বজনরা জানায়,শরীরে জ্বর ও ব্যাথার যন্ত্রনা হলে মাদারীপুর সদর উপজেলার বশারচর মুন্সিবাড়ির মসজিদের ইমাম দোলোয়ার হোসনকে স্থানীয় মঠেরবাজারের একটি ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা দেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার আল শাহরিয়ার শাকিল। গত মঙ্গলবার তার শরীরে পুশ করেন তিনটি ইনজেকশন। রোববার সকালে বেশি অসুস্থ হলে জেলা সদর হাসপাতালে ওই ইমামকে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক শাকিল।

পরে সোমবার সকালে ফ্লুক্স(৫০০ এমজি) নামের ৪টি ইনজেকশন ডাক্তার শাকিল একসাথে পুশ করার কিছু সময় পর মারা যান দোলোয়ার। এতে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। ভুল চিকিৎসায় দোলোয়ারের মৃত্যু হয়েছে দাবি করে অভিযুক্ত চিকিৎসকের বিচার চান স্বজন ও এলাকাবাসী। বিষয়টি এখনো জানেন না হাসপাতালের তত্ত্ববধায়ক ও সিভিল সার্জন। তবে, স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল চিকিৎসায় নবজাতকসহ মায়ের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর
মাদারীপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২
বিয়েবাড়িতে কাজীর সহকারীকে থাপ্পড় বিএনপি নেতার, অতঃপর...  
ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই: স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh