• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পদ্মায় মিললো ১৬ কেজির কাতল

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৬
পদ্মায় মিললো ১৬ কেজির কাতল
পদ্মায় ১৬ কেজির কাতল

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকার পদ্মার মোহনা থেকে জেলে সাগর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে সাগর হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। সে সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ২২ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন। পরে সম্রাট শাহজাহান মুঠোফোনে যোগাযোগ করে ময়মনসিংহ জেলায় কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ২৪ হাজার টাকায় বিক্রি করে দেন।

মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ আরটিভি নিউজকে বলেন, পদ্মার কাতল মাছের অনেক চাহিদা। পদ্মায় বড় সাইজের কাতল মাছ খুব বেশি জেলেদের জালে ধরা পড়ে না। স্থানীয় জেলে সাগর হালদারের জালে মাছটি ধরা পড়লে সে বিক্রির জন্যে ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসলে আমি উন্মুক্ত নিলামে কিনেছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান আরটিভি নিউজকে জানিয়েছেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ রয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেলের জন্য চালককে হত্যা, ৪ জনের যাবজ্জীবন
ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর নকল করে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
রাজবাড়ীতে ৪৩৩ ভরি রুপার অলঙ্কারসহ যুবক আটক
X
Fresh