• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে এক স্কুলে ১৪ শিক্ষার্থী ও ৬ শিক্ষকের করোনা পজিটিভ

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪২
ঠাকুরগাঁওয়ে এক স্কুলে ১৪ শিক্ষার্থী ও ৬ শিক্ষকের করোনা পজিটিভ
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে ১৪ জন শিক্ষার্থী ও সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬ শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীরা সবাই এতিম শিশু।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে ৫ম শ্রেণির ৩ জন, ৪র্থ শ্রেণির ২ জন, ৬ষ্ঠ শ্রেণির ৪ জন, ৭ম শ্রেণির ২ জন, ৮ম শ্রেণির ১ জন, ৯ম শ্রেণির ১ জন ও ১০ম শ্রেণির ১ জন রয়েছে। তারা সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি বিদ্যালয়, সোনালী শৈশব ও হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। এরপর আরও অনেকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত শিশু পরিবারের ২৫ ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেয়া হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৫ জনসহ মোট ১৪ ছাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান, করোনা আক্রান্ত সকল শিক্ষার্থীরাই ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারে থাকতো। এদের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়।

তিনি আরও জানান, সোমবার (২০ সেপ্টেম্বর) পরীক্ষার পর তা নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত শিশুদের সরকারি শিশু পরিবারের ভেতরে আলাদা হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক রিক্তা বানু বলেন, করোনাভাইরাস আক্রান্ত ১৪ ছাত্রীকে আমরা আলাদাভাবে রেখেছি। তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বর্তমানে তারা ভালো আছেন।

জেলা প্রশাসক মাহাবুব আলম জানান, শিশু পরিবারের ১৪ শিক্ষার্থী করোনায় আক্রান্তের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আক্রান্ত শিশুদের যত্ন নিতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আক্রান্ত শিক্ষকদের আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
X
Fresh