• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পা দিয়ে ছবি এঁকে পুরস্কার পেলেন মোনায়েম

আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫
পা দিয়ে ছবি এঁকে পুরস্কার পেলেন মোনায়েম
ফেনীর দাগনভূঞার আব্দুল্লাহ আল মোনায়েম

পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে তৃতীয় হয়েছে ফেনীর দাগনভূঞার আব্দুল্লাহ আল মোনায়েম। সে দাগনভূঞা একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভাগীয় পর্যায়ে সে পুরস্কার পায়।

চট্টগ্রাম জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা স্বাক্ষরিত এক পত্রে চিত্রাংকন ‘খ’ বিভাগের প্রথম হয়েছে অয়ন্তিকা দত্ত। সে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ ছাড়া চিত্রাংকন ‘ঘ’ বিভাগে তৃতীয় হয়েছে দাগনভূঞা একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মোনায়েম। দুই হাত না থাকায় সে পা দিয়ে ছবি এঁকেছিল। তারা দুজনই উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষার্থী।

দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞা সংবাদমাধ্যমকে বলেন, অয়ন্তিকা দত্ত তৃতীয়বারের মতো বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। মোনায়েম দ্বিতীয়বারের মতো তৃতীয় হয়েছে। আশা করি জাতীয় পর্যায়েও সফল হবে। উভয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা
৭ জানুয়ারি রুহেলকে জেতাতে অনেক অপকর্ম করেছি: আ.লীগ নেতা
চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক
X
Fresh