• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নেপাল যাওয়ার সময় দুই রোহিঙ্গা আটক 

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৪
নেপাল যাওয়ার সময় দুই রোহিঙ্গা আটক 
আটককৃত রোহিঙ্গারা

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দহগ্রাম থেকে তাদের পাটগ্রাম থানা পুলিশ উদ্ধার করে।

আটককৃত রোহিঙ্গারা হলেন, আনাস (২২) ও সেতুফা বেগম (১৮)। তারা সর্ম্পকে মামাত ও ফুফাত ভাই-বোন।

পাটগ্রাম থানা পুলিশের ওসি ওমর ফারুক জানান, আটককৃতরা কক্সবাজারের টেকনাফ এলাকার মুন্সিপাড়া ২২নং রোহিঙ্গা ক্যাম্পে মা-বাবা ও ভাই-বোনদের সঙ্গে থাকেন। আনাসের বড় ভাই নেপালে থাকেন। নেপাল যাওয়ার উদ্দেশ্যে গত ২ দিন আগে কক্সবাজার থেকে লালমনিরহাটের পাটগ্রামে আসেন তারা। দালালের মাধ্যমে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে দহগ্রাম দিয়ে ভারত সীমান্তে প্রবেশও করে।

তিনি আরও জানান, ওই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে মারপিট করে আবারও বাংলাদেশে ঢুকিয়ে দেয়। এদিকে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্টার্কের তিন উইকেট, হায়দরাবাদকে অল্পতেই আটকালো কলকাতা
গোপনকক্ষে ব্যালটে সিল মারার সময় পোলিং এজেন্ট আটক
জাল ভোট দিতে সহায়তা, ৬ নির্বাচন কর্মকর্তা আটক
জাল ভোট দেওয়ায় দুজনের কারাদণ্ড
X
Fresh