• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১৬১ মিলিমিটার বৃষ্টিপাত চাঁদপুরে 

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৬
১৬১ মিলিমিটার বৃষ্টিপাত চাঁদপুরে 
ভারী বৃষ্টি হয়েছে চাঁদপুরে

চাঁদপুরে প্রায় ১৫ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ-পর্যবেক্ষক শাহ মো. শোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চাঁদপুর শহরে পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা না থাকায় প্রধান প্রধান সড়ক ও পাড়া-মহল্লার অলিগলি ঘণ্টার পর ঘণ্টা ডুবে থাকে পানির নিচে। এ কারণে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দা জমির হোসেন বলেন, অল্প বৃষ্টি হলেই শহরের সড়কে পানি জমে থাকে। তাতে ড্রেনের ময়লা পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে।

শাহ মো. শোয়েব বলেন, শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রোববার দুপুর ৩টা পর্যন্ত ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। থেমে থেমে আরও দু-একদিন বৃষ্টিপাত হতে পারে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চাঁদপুরে তিন উপজেলার ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪ 
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
X
Fresh