• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ববিদ্যালয় খোলাসহ ৫ দফা দাবিতে ছাত্র মৈত্রীর সমাবেশ

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫
বিশ্ববিদ্যালয় খোলাসহ ৫ দফা দাবিতে ছাত্র মৈত্রীর সমাবেশ

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বেতন ও সেশন ফি কমপক্ষে ৫০শতাংশ মওকুফসহ ৫ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রীর নীলফামারী জেলা শাখা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দেওয়া কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত সমাবেশে ৫ পাঁচ দফা দাবি তুলে ধরেন বক্তারা।

দাবিগুলো হলো:

১-অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে।

২- নিয়মিত ক্লাসে পরীক্ষা নিতে হবে।

৩-শিক্ষার্থীদের করোনার টিকা দিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৪-সকল শিক্ষার্থীদের চাকরীতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করতে হবে।

৫-রাষ্ট্রীয় স্বীকৃতিতে ১৭ সেপ্টেম্বরকে জাতীয় শিক্ষা দিবস ঘোষণা করতে হবে।

জেলা শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক ও নীলফামারী সরকারী কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে কাজ করছি। আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হলে দেশের সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি বংশিনাথ রায় বলেন, বিশেষ করে করোনায় শিক্ষা ব্যবস্থা চরমভাবে বিঘ্নিত হয়েছে। গরীব মেধাবী শিক্ষার্থীদের বেতন-সেশন ফি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা চাই আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।

ইজে/এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে মাটি খুঁড়তেই মিলল রাইফেল-মাইন-মর্টারশেল
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
নীলফামারীতে রেললাইনের ক্লিপ খোলার সময় আটক ২
বাবার দাফনে ছেলের বাধা
X
Fresh