• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ ট্রলারডুবি

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২২
সাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ ট্রলারডুবি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আন্ধারমানিক মোহনা সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে। এসময় পাশে থাকা অন্য একটি ট্রলার ওই ১১ জেলেকে উদ্ধার করে। পরে শেষ বিকালে উদ্ধারকৃত জেলেদের পাথরঘাটা এলাকার জ্ঞানপাড়ায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

তিনি আরটিভি নিউজকে জানান, পিরোজপুরের তেলিখালি এলাকার হারুন মাঝির ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফেরার পথে ঝড়ের কবলে পরে ডুবে যায়। তবে ট্রলারটির হদিস না মিললেও পাশে থাকা অন্য একটি ট্রলার ১১ জেলেকে নিয়ে তীরে ফিরে আসে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলারডুবি: ২৬ জেলে জীবিত উদ্ধার
ঝড়ে বঙ্গোপসাগরে ২০ ট্রলারডুবি, নিখোঁজ অর্ধশতাধিক
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
X
Fresh