• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুটি মাছধরা ট্রলার ডুবিতে এক জেলের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১ 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫০
দুটি মাছধরা ট্রলার ডুবিতে এক জেলের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১ 
জেলের মৃতদেহ উদ্ধার

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী হাতিয়ার ইসলাম চরের কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এতে ইউছুফ মাঝি (৫০) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছে আবুল কালাম নামে আরও এক জেলে। এ ঘটনায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।

নিহত জেলে হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শগ্রামের মৃত মো. হোসেনের ছেলে ইউছুফ মাঝি। নিখোঁজ জেলে একই এলাকার মো. বাতেনের ছেলে আবুল কালাম।

এদিকে রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উদ্ধার হওয়া ইউছুফ মাঝির লাশ তার গ্রামের বাড়ি চানন্দী ইউনিয়নের আদর্শগ্রামে দাপন করা হয়।

দুর্ঘটনার কবলে পড়া চানন্দী ইউনিয়নের চম্পা ঘাটের ট্রলারের মালিক মিরাজ উদ্দিন জানান, তার মালিকানা মাছধরা ছোট ট্রলারটি নদীতে মাছ শিকারে যায় শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে অন্য ট্রলারের লোকজনের মাধ্যমে সংবাদ পায় ট্রলারটি নদীতে ডুবে গেছে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ৭ মাঝিকে জীবিত উদ্ধার করলেও আবুল কালাম নামে একজনকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, একই ঘাটের ইউছুফ মাঝির ট্রলারটিও একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে। অন্য ট্রলারের লোকজন ইউছুফ মাঝির ট্রলারের ৭ মাঝিকে জীবিত উদ্ধার করে। এ সময় ট্রলারের মালিক ইউছুফ মাঝিকে পাওয়া যায়নি। পরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে ট্রলারের কেবিনের মধ্যে ইউছুফ মাঝির মৃতদেহ পাওয়া যায়।

এদিকে সাগরে লুঘুচাপের কারণে বৈরি আবহাওয়া বিরাজ করছে স্থানীয় নদীতে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলো ঘাটে অবস্থান করছে।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। মৃত জেলের লাশ দাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত জেলেকে আর্থিক সহযোগিতা করার প্রক্রিয়া চলছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh