• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে পাটকলে ভয়াবহ আগুন

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭
ফরিদপুরে পাটকলে ভয়াবহ আগুন
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জনতা জুট মিলে ভয়াবহ আগুন লেগেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ফরিদপুর সদরসহ ৮টি উপজেলা ও মাগুরার মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আগুন লাগার পর ফরিদপুর সদর, মধুখালী, ভাঙ্গা, সালথা, বোয়ালমারী, সদরপুর, নগরকান্দা এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এ আগুন নেভানোর কাজে অংশ নেয়।

মিলের ব্যবস্থাপক রেজাউল ইসলাম বলেন, মিলের ৩ নম্বর ইউনিটের নিকট গর্দা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ৩ নম্বর ইউনিটে ছড়িয়ে পড়ে। এর ফলে পুড়ে যায় বিপুল পরিমাণ পাট।

ফরিদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, মিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে অনেক পাট। তবে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পাটের আগুন কবে কখন নিভবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ পাটের আগুন দীর্ঘ সময় নিয়ে নেভাতে হয়।

উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় এ পাটকলটি অবস্থিত। এটির মালিকানা আগে পারটেক্স গ্রুপের থাকলেও ৯ মাস আগে জনতা পাটকল এটি কিনে নেয়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
X
Fresh