• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাবান্ধা স্থলবন্দরে চালভর্তি ট্রাকে আগুন

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০
বাংলাবান্ধা স্থলবন্দরে চালভর্তি ট্রাকে আগুন
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা চালভর্তি একটি ট্রাকে আগুন লেগেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১২ সেপ্টেম্বর) হঠাৎ চালভর্তি একটি ট্রাকে আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় দ্রুত তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ট্রাকের আগুন নেভায়। তবে বন্দরে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলে দ্রুত আগুন নেভানো যেতো।

অগ্নিকাণ্ডের সময় বন্দরের ইয়াডে আরও প্রায় শতাধিক পণ্যবোঝাই ট্রাক খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো। যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না যেতো তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা সম্মুখীন হতো বলে দাবি ব্যবসায়ীদের।

চাল আমদানিকারক প্রতিষ্ঠান পুলক এন্টারপ্রাইজের মালিক আব্দুস সামাদ পুলক জানান, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় এক্সপোর্টার ব্রিজ কিশোরের কাছ থেকে ৩টি ট্রাকে ১০০ টন চাল আমদানি করা হয়। ২টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে বিভিন্ন জটিলতায় ১টি ট্রাক ভারতে আটকে যায়। এদিকে বন্দর ইয়ার্ডে গত ৩ দিন ধরে গাড়িটি পণ্য খালাসের অপেক্ষায় ছিল। বন্দর কর্তৃপক্ষের অবহেলায় দুর্ঘটনাটি ঘটেছে।

বন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। যেখানে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ হয়েছে। বন্দর প্রতিষ্ঠার দুই যুগ পেরিয়ে গেলেও এখনো নেই কোন অগ্নিনির্বাপক ব্যবস্থা। তাই আজ স্থলবন্দরে আমদানিকৃত চালভর্তি ট্রাকে আগুন

বাংলাবান্ধা স্থলবন্দরে বন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ট্রাকের চালকের থাকা ক্যাবিনে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
X
Fresh