• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৮
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ দেড় বছর পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রামের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সভার প্রতারণায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মুখরিত।

সকাল থেকেই চট্টগ্রামের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখা গেছে ছাত্র-ছাত্রীদের উৎসবমুখর পরিবেশ। সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন। অনেক দিন দেখা নেই প্রিয় সহপাঠীদের সঙ্গে।

তাই দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের সঙ্গে মিলিত হতে আগেই চলে এসেছেন চিরচেনা সেই অঙ্গনে। সহপাঠীরাও একের পর এক আসতে শুরু করেছে। সবার মধ্যে এ এক অন্য রকম আনন্দ উচ্ছ্বাস।

দীর্ঘদিন পর দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়েছেন অনেকেই। একজন অন্যজনকে জড়িয়ে ধরে কান্না করেছেন। শিক্ষকরাও তাদের সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চলছে দীর্ঘ সময়ে জমে থাকা আড্ডা। যেন ফিরে পেয়েছে সেই সোনালী অতীত।

মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মেহেরুন্নেসা নূর আরটিভি নিউজকে বলেন, দীর্ঘদিন পর আমরা সবাই এক সঙ্গে মিলিত হয়েছি কল্পনা করতে পারেনি। মহামারি করোনা আমাদের এ পরিস্থিতিই দাঁড় করিয়েছিল। আমরা সেই পরিস্থিতিকে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।

ফয়েজ আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক আবুল বশর আরটিভি নিউজকে জানিয়েছেন, সরকারি সব নির্দেশনা মেনেই স্কুল খোলা হয়েছে। স্বাস্থ্যবিধি যাতে সব শিক্ষার্থী মেনে চলে সে ব্যাপারেও নজর রাখা হচ্ছে। শিক্ষার্থীদের পাঠ দানের সুবিধার্থে আমরা দুই শিফটে ক্লাস নেওয়ার ব্যবস্থা রেখেছি।


এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষার্থীদের নিয়ে ফাহমিদা নবীর গানের অ্যালবাম 
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
X
Fresh