• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাস্তায় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তরুণের জেল

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬
রাস্তায় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তরুণের জেল
অভিযুক্ত তরুণরা

বগুড়ার আদমদীঘি উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক তরুণের ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত তরুণ উপজেলার শালগ্রামের আলতাফ হোসেনের ছেলে জামিল হোসেন (১৯)।

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার আইপিজে বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির বিভিন্ন স্থানে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করেন জামিল। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলেও ওই ছাত্রীকে অন্যদিনের মতো উত্ত্যক্ত করছিলেন। সঙ্গে ছিলেন জামিলের বন্ধু রনি।

এ সময় ওই পথে পুলিশের জরুরি সেবার ৯৯৯-এর গাড়ি দেখে তারা দূরে গিয়ে অবস্থান নেন। পুলিশের গাড়ি চলে গেলে তারা আবারও সামনে এসে ওই শিক্ষার্থীর পথরোধ করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্ত জামিল হোসেন ও তার বন্ধু রনিকে আটক করে ইউএনও শ্রাবণী রায়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় আদালত অভিযুক্ত জামিলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন এবং মুচলেকা নিয়ে রনিকে ছেড়ে দেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh