logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

বরিশাল চারুকলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১২ মে ২০১৭, ১৭:১৮ | আপডেট : ১২ মে ২০১৭, ১৭:৩১
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী ও চারুকলা বরিশালের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। 

শুক্রবার সকালে অশ্বিনী কুমার হলে ছবি এঁকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান। 

পরে তিনি চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। 

জেলা প্রশাসক বলেন, চিত্র প্রদর্শনী অসাধারণ সুন্দর হয়েছে। সবচেয়ে বড় কথা যারা দেশের ভবিষৎ কর্ণধার সেই শিশুদের চিত্রকে এখানে প্রাধান্য দেয়া হয়েছে। যার ফলে শিশুরা উৎসাহিত হয়েছে। এতে করে আমাদের ভবিষ্যতে সোনার নাগরিক পেতে সহায়ক হবে। 

দিনভর এই অনুষ্ঠানে শিশুদের প্রতিযোগিতামূলক চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম ইমামুল হক ও বিভাগীয় কমিশনার শহীদুজ্জামান উপস্থিত ছিলেন। 

চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেন পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন। 

আর/এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়