• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কালীগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

ঝিনাইদ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৩
কালীগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২
প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনার পর যশোর-ঝিনাইদহ সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বাড়েডিহি এলাকার জাহা বক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর এলাকার মোশারেফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর এলাকা থেকে এক যাত্রী নিয়ে বারবাজার যাচ্ছিলেন ভ্যানচালক মহিদুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে আসা যশোরগামী একটি বাস ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত একজনকে উদ্ধার করে যশোর পাঠানোর ব্যবস্থা করেন। যশোর নেয়ার পথে তাসলিমা খাতুনও মারা যান।

উপজেলার বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবা উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেয়ারম্যান প্রার্থীর মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
মুম্বাইয়ে ঝড়ে ভেঙে পড়ল বিলবোর্ড, নিহত বেড়ে ১৬
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
গাজায় নিহত ফিলিস্তিনিদের ৫৬ শতাংশ নারী ও শিশু: জাতিসংঘ
X
Fresh