• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

রাতে মাইকিং করে কম দামে ইলিশ বিক্রি

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৩
রাতে মাইকিং করে কম দামে ইলিশ বিক্রি
ফাইল ছবি

বরগুনার পৌর মাছ বাজারে মাইকিং করে প্রতি-কেজি ইলিশ ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়।

ইলিশ বিক্রেতা মনির হোসেন বলেন, সকালে ইলিশের দাম বেশি ছিল। রাতে ক্রেতা কম থাকার কারণে ইলিশের দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে। ২৬০ টাকা ইলিশের প্রত্যেক কেজিতে ৬টি মাছ পাওয়া যায় এবং ৩শ টাকা কেজির ইলিশে ৫টি মাছ পাওয়া যায়। চলতি সপ্তাহে মাইকিং করে ইলিশ বিক্রি করতে অনেক বার দেখা গেছে। তবে মাছ ছোট হওয়ার কারণে দাম কিছুটা কম।

ব্যবসায়ীরা কম দামে ইলিশ বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মাছের দাম প্রতি সপ্তাহে পরিবর্তন হয়। তবে আমাদের মাছ আগের কেনায় বিধায় একটু বেশি দামে বিক্রি করতে হয়। যেগুলো কম দামে বিক্রি হচ্ছে গুণগত মান দিক-বিবেচনা করলে ঠিক নেই। আমাদের কেনা বেশি থাকার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাই আমাদের কাছে ক্রেতা আসে না।

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ-কেন্দ্রের পরিচালক নৌবাহিনীর লে. কমান্ডার এম লুৎফর রহমান বলেন, গত মাসের শেষের দিকে সাগরে প্রচুর পরিমাণ ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। এই কারণে ইলিশের দাম কমতে শুরু করেছে। গত বছরের তুলনায় ইলিশের দাম কম আছে।

বরগুনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, এ খবরটি আমরা শুনেছি। তদন্ত করে দেখবো মাছের গুণগতমান কেমন। প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে সিটিটিসির চার্জশিট
‘আম্পায়ার জেসিকে ক্রিকেটাররা ইতিবাচকভাবে গ্রহণ করেছে’-কোয়াবের বিবৃতি
নতুন করে ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
‘বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা করেন ছেলে’
X
Fresh